Header Ads

Valentine's Day �� এক অন্যরকম ভালবাসার দিন || A Different Love Of The Day.

এক অন্যরকম ভালবাসার দিন 



হাজারো দ্বন্দ্ব আর সংঘাতময় এই পৃথিবীটা কিন্তু ঠিকে আছে ভালোবাসার টানে।প্রেম-প্রীতির বন্ধন,স্নেহ আর ভালোবাসার জন্য কি বিশেষ কোন দিনের প্রয়োজন হয়! কিন্তু তারপরও পৃথিবীর মানুষ দিনটিকে একটি বিশেষ দিন হিসেবে পালন করে আসছে।যেন প্রেমিক-প্রেমিকা আর আবাল বৃদ্ধ-বণিতার একটি কাঙ্ক্ষিত দিন। ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশে তারুন্যমনে ফাগুনের হাওয়ায় ভেসে যায় ভালোবাসার নৌকা, প্রেমকাতর হৃদয়ের রক্তরাঙা গোলাপটি তুলে দেবে তার প্রিয়ার হাতে। আর হিয়ার মাঝে বেজে উঠবে গান,আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল। প্রিয়তমার হাত ধরে কিংবা পাশে বসে রচনা করে নিজেদের ভবিষ্যত।যেন এই দিনটা হারিয়ে গেলে হারিয়ে যাবে ভালোবাসা প্রকাশের মোক্ষম সময়।



ভিডিওটি ভালো লাগলে একটি লাইক,একটি কমেন্ট আর একবার শেয়ার করার অনুরোধ রইল।এইরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, বেল বাটনটি অন করে রাখুন।



সাবাস্ক্রাইব করুনঃ https://goo.gl/QzhHFy



No comments

Theme images by Leontura. Powered by Blogger.