Header Ads

কবিতা : প্রত্যাবর্তন


প্রত্যাবর্তন

সোহেল সামি



আমি আবার এসেছি ফিরে সেই জনপদে,

যেখানটাই তোমার পদ চিহ্ন এঁকেছিল নতুন এক পথ।

আমি হাঁটছি সেই পথের ধারে-

তোমার পদচিহ্ন যেন আমার পিছু নেয়। 


আবার এসেছি ফিরে সেই নদীর বাঁকে,

যেখানে সন্ধ্যার আকাশে গাঙচিলের দেখা মিলে।

নদীর জলে ভেসে উঠে গাঙচিলের ছায়া-

তোমার চোখে আমি দেখি ভুবন ভুলানো মায়া। 


আমি আবার এসেছি স্বপ্ন বিলাসী হয়ে,

রাত জেগে তোমায় স্বপ্ন দেখাবো বলে।

নিশা কেটে ভোর হয় তবু নেশা কাটেনা;

দুঃস্বপ্নের আড়ালে কভু স্বপ্নের বিলীন হয়না।


Copyrights©S eyeMedia 

No comments

Theme images by Leontura. Powered by Blogger.