Header Ads

আর কত অপেক্ষা অবহেলিত স্বপ্নের বাস্তবায়নের !!!

স্বপ্ন দেখতে দেখতে কত স্বাপ্নিকের মৃত্যুও হলো তবুও স্বপ্ন পূরণ হল না ☹

অনেক দিন হল লিখিনা কিন্তু আজ বাধ্য হয়ে লিখতে বসলাম। 
চট্টগ্রামের ইতিহাস,ঐতিয্য আর রাজনৈতিক অবস্থানে বোয়ালখালীর নাম অন্যতম।প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত,কবিয়াল,রাজনীতিবিদ,শিক্ষাবিদ এবং অসংখ্য আউলিয়াকিরামের পুণ্য ভূমি এই বোয়ালখালী।কর্ণফুলীর পাশ ঘেরা এই বোয়ালখালীর সাথে চট্টগ্রাম শহরের যোগাযোগের একমাত্র মাধ্যম কর্ণফুলীর উপর কালুরঘাট সেতু। 

১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধে বার্মা ফ্রন্টের সৈন্য পরিচালনা করার জন্য কর্ণফুলী নদীতে ব্রীজ নির্মাণের প্রয়োজনীয়তা দেখা যায়। ফলে ১৯৩০ সালে ব্রুনিক এন্ড কোম্পানী ব্রীজ বিল্ডার্স হাওড়া নামক একটি ব্রীজ নির্মাণকারী প্রতিষ্ঠান ব্রীজটি নির্মাণ করে। মূলত: ট্রেন চলাচলের জন্য ৭শ গজ লম্বা সেতুটি সে বছর ৪ জুন উদ্বোধন করা হয়। 
পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পুনরায় বার্মা ফ্রন্টের যুদ্ধে মোটরযান চলাচলের জন্য ডেক বসানো হয়। দেশ বিভাগের পর ডেক তুলে ফেলা হয়। পরে ১৯৫৮ সালে সব রকম যানবাহন চলাচল যোগ্য করে ব্রীজটির বর্তমান রূপ দেওয়া হয়।  দক্ষিণ চট্টগ্রামের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম বলে দিন দিন বাড়তে থাকে যানবাহনের প্রচন্ড চাপ।প্রয়োজনীয় মেরামতের অভাবে জরাজীর্ণ আর ঝুঁকিপূর্ণ হয়ে পরে কালুরঘাট ব্রিজ।  বিকল্প মাধ্যমের অভাবে মানুষ জীবনের ঝুকি নিয়ে এপার-ওপার যাতায়ত করে,এইভাবে দিনের পড় দিন কত লোক রেলের নিচে কাটা পরে বিকল্প একটা সেতুর প্রয়োজনীয়তা বার বার দেখিয়ে গেছে।
সময়ের বিবর্তনে আর ক্ষমতার রদ বদলে নামীদামী অনেক রাজনীতিবিদের আনাগুনা হলেও রদ বদল হয়নি প্রত্যাশিত চাওয়া গুলোর বাস্তবায়ন।আশ্বাসের বানী শুনতে শুনতে সাধারণ জনগন আজ অতিষ্ঠ।  অত্যন্ত দুঃখের বিষয় যে বোয়ালখালীবাসীর উপর দিয়ে গ্যাসের লাইন স্থাপন করা হলেও রাজনৈতিক কাদা ছুড়াছুঁড়ির কারনে অনেক গ্রাম এখনো গ্যাস থেকে বঞ্চিত।বঞ্চিত হচ্ছে আধুনিক জীবন যাত্রার সাথে সমাজ কে যুক্ত করতে।এক মাত্র গ্যাস আর একটা বিকল্প সেতুর অভাবে আধুনিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বোয়ালখালীবাসী।  
আর কত দিন আমরা বোয়ালখালীবাসী এইভাবে অবহেলিত থাকব!!  তার জন্য প্রয়োজন আমাদের মানসিকতার পরিবর্তন।নিরব ভূমিকায় নয় সরব আন্দোলনে। আমাদের সুশীল রাজনীতি আর রাজনীতিবিদরা রাজনীতির স্বার্থে রাস্তা-সেতু অবরোধ করে;কিসের মানসে?জনগণের অধিকারের স্বার্থে?? তারা কি একবার ভেবে দেখে কার পায়ে কুড়াল মারে!!  যে রাস্তা বা যে সেতু অবরোধ হয় সেই রাস্তায় আর সেই সেতুতে আটকা পরা কোন এক মূমুর্ষ রোগীটি,হতে পারে তার মা,হতে পারে তার বোন,হতে পারে তার প্রিয়তমা!!
 আসুন আজ আমরা পরিবর্তন করি আমাদের মানসিকতা,বেরিয়ে আসি এমন রাজনীতি থেকে,যা রাস্তা আর সেতু অবরোধ করার শিক্ষা দেয়। সব রকমের রাজনীতি ঊর্ধ্বে রেখে আসুন সবাই এমন আন্দোলন করি যা প্রশাসনের দৃষ্টি কাড়ে;জনগণের ভোগান্তি যেন না বাড়ে। বিকল্প কালুরঘাট সেতু নির্মাণ আর সব ইউনিয়নে জ্বালানি গ্যাসের লাইন প্রাসরনের একটাই দাবী নিয়ে,আসুন সবাই এক কাতারে দাঁড়াই। এই দাবীই হোক অবহেলিত বোয়ালখালীবাসীর অধিকারের একমাত্র রাজনীতি।  সাইবার আন্দোলনে সবাই এক হয়ে এই লিখাটা শেয়ার করুন।আপনাদের অংশগ্রহণ আমাদের দাবীকে আরো বেগবান করবে।
লেখকঃ সোহেল সামি
https://www.facebook.com/hossain.sohelsami

Copyright © seyemedia.blogspot.com

No comments

Theme images by Leontura. Powered by Blogger.