চলে গেলেন সূরের জাদুকর বারী সিদ্দিকী
না ফেরার দেশে বারী সিদ্দিকী!!
ছবিঃ সংগৃহীত |
চলে গেলেন সূরের জাদুকর না ফেরার দেশে।ফেরানো গেল না উপমহাদেশের প্রখ্যাত সুরকার,গীতিকার,বংশীবাদক ও লোকসংগীতশিল্পী বারী
সিদ্দিকীকে।
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় মৃত্যুবরণ করেন। প্রখ্যাত এ শিল্পীর মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে সাব্বির সিদ্দিকী।
গত কয়েকদিন ধরেই তিনি এ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তার বয়স
হয়েছিলো ৬৩ বছর। বারী সিদ্দিকীর দুটি কিডনি অকার্যকর হয়ে পড়েছিলো।
এর পাশাপাশি তিনি বহুমূত্র রোগেও
ভুগছিলেন।গত ১৭ই নভেম্বর রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। অচেতন অবস্থাতেই তাকে
হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা
হয়েছিলো।
সুরের এ জাদুকর কণ্ঠের কোন মৃত্যু নেই। বাংলা ফোক
গানের অন্যতম জনপ্রিয় শিল্পী তিনি।
বাড়ি সিদ্দিকী সঙ্গীত পরিচালক
হিসেবে পরিচিত হন প্রয়াত জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের হাত ধরে। ১৯৯৯ সালে হুমায়ূন
আহমেদের ‘শ্রাবণ
মেঘের দিন’ ছবিটির
ছয়টি গানে কণ্ঠ দেন বারি সিদ্দিকী। এরপর থেকেই শুরু। এই ছবিতে তার গাওয়া ছয়টি গানই
ব্যাপক জনপ্রিয়তা পায়। এর মধ্যে‘শুয়া চান পাখি’,‘আমার গায়ে যত দুঃখ সয়’‘সাড়ে তিন হাত কবর’,‘তুমি থাকো কারাগারে’,‘রজনী’ প্রভৃতি
গান সবাইকে দারুনভাবে আকৃষ্ট করে।
ওস্তাদ আমিনুর রহমান একটি কনসার্টের সময় বারী সিদ্দিকীর প্রতিভা দেখেন এবং তাকে প্রশিক্ষণের প্রস্তাব দেন। পরবর্তীতে মাত্র ছয় বছর ধরে তিনি ওস্তাদ আমিনুর রহমানের অধীনে প্রশিক্ষণ নেন।সত্তরের দশকে জেলা শিল্পকলা একাডেমির সঙ্গে যুক্ত হন তিনি।
বহুমুখী এই প্রতভা মানুষের মনে রবে আজীবন।বার বার ভক্তদের মনে করিয়ে দিবে ''সোয়া চান পাখি,আমি ডাকিতাছি তুমি গুমাইছনাকি?
তথ্যসূত্রঃWikipedia,bd24live
নিউজঃ S eyeMedia
বহুমুখী এই প্রতভা মানুষের মনে রবে আজীবন।বার বার ভক্তদের মনে করিয়ে দিবে ''সোয়া চান পাখি,আমি ডাকিতাছি তুমি গুমাইছনাকি?
প্রাথমিক তথ্য | |
---|---|
জন্ম নাম | আবদুল বারী সিদ্দিকী |
জন্ম | ১৫ নভেম্বর ১৯৫৪ নেত্রকোনা, বাংলাদেশ |
মৃত্যু | নভেম্বর ২৪, ২০১৭ (৬৩ বছর) স্কয়ার হাসপাতাল, ঢাকা |
ধরন | ফোক, ধ্রুপদী |
পেশা(সমূহ) | সংগীত শিল্পী, বাঁশি বাদক |
বাদ্যযন্ত্রসমূহ | বাঁশি |
কার্যকাল | ১৯৮১-২০১৭ |
লেবেল | সংগীতা |
তথ্যসূত্রঃWikipedia,bd24live
নিউজঃ S eyeMedia
No comments