Header Ads

সংযুক্ত আরব আমিরাতে ভিসা পেতে ভালো আচরণের সনদপত্র বাধ্যতামূলক !!



আন্তর্জাতিক ডেস্কঃ  সংযুক্ত আরব আমিরাতে কাজের জন্য ভিসা পেতে হলে বাধ্যতামূলকভাবে ভালো আচরণের 
সনদপত্র জমা দিতে হবে। সোমবার দেশটির উচ্চ পর্যায়ের একটি প্যানেল এ বিষয়ে একমত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

কমিটি বলেছে, ব্যক্তি যেই দেশের নাগরিক কিংবা গত পাঁচ বছর ধরে যে দেশে বাস করছেন- সেই দেশ থেকেই সনদপত্রটি ইস্যু করতে হবে। রাষ্ট্রীয় মিশন, আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এটির সত্যতা যাছাই করতে হবে।
এই সনদপত্র শুধু যিনি কাজ করছেন তার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তার সঙ্গে সংশ্লিষ্ট কারও ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আরব আমিরাতে যারা পর্যটক কিংবা পরিদর্শক হিসেবে আসবেন তাদের এই সনদপত্র যোগাড় করার প্রয়োজন নেই।
কমিটি একটি বিবৃতিতে বলেছে, ‘সংযুক্ত আরব আমিরাতকে বিশ্বের সবচেয়ে নিরাপদ রাষ্ট্রে পরিণত করাই সরকারের মূল লক্ষ্য'। সূত্র : খালিজ টাইমস

No comments

Theme images by Leontura. Powered by Blogger.