Header Ads

স্কাইপ ব্লক করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে

 আন্তর্জাতিক ডেস্কঃ আরব আমিরাতে স্কাইপ ব্লক করার কারণঃ



স্কাইপ,একটি জনপ্রিয় সফটওয়্যার যা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার,মোবাইল ফোন এবং ট্যাবলেট ডিভাইসের মধ্যে ব্যবহারকারীদের ভয়েস এবং ভিডিও কল করার অনুমতি দেয়,কিন্তু তা এখন ইউএইতে বন্ধ করে রাখা হয়েছে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক টেলিকম কোম্পানি ইতিসালাতের একটি টুইটের
মাধ্যমে,স্কাইপের অ্যাক্সেস অনির্দিষ্ট কালের জন্য ভিওআইপি কলগুলি বন্ধ করা হয়েছে বলে জানা যায়।

'স্কাইপ' অ্যাপ্লিকেশন অ্যাক্সেস বন্ধ করার কারণ হলো এটি দীর্ঘদিন ধরে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) সার্ভিস প্রদান করে যাচ্ছে ,যা সংযুক্ত আরব আমিরাতের নিয়ন্ত্রক ফ্রেমওয়ার্ক আইন অনুযায়ী নিষিদ্ধ যা ইতিসালাতের টুইটে জানা যায়।

তবে 'স্কাইপ'আবার কখন চালু হবে সেই ব্যাপারে এখনো কোন ইতিবাচক ধারনা পাওয়া যায়নি।









Copyrights©S eyeMedia

No comments

Theme images by Leontura. Powered by Blogger.